×

জাতীয়

চাকরি স্থায়ীকরণে জবি উপাচার্যকে কর্মচারীদের স্মারকলিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৩:১৩ পিএম

চাকরি স্থায়ীকরণে জবি উপাচার্যকে কর্মচারীদের স্মারকলিপি

ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন অস্থায়ী কর্মচারীরা। এতে ১ মাসের সময় বেঁধে দেন তারা।বৃহস্পতিবার (২৭ জুলাই) অস্থায়ী কর্মচারীরা এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, আমরা অস্থায়ী কর্মচারীরা ৫ থেকে ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণের তেমন কোনো গতি পরিলক্ষিত হচ্ছে না। তাই আমরা আমাদের চাকরি স্থায়ী করার দাবীতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করি। মানববন্ধনে আমাদের সকলের একটাই দাবী আগামী ৩০ আগস্টের মধ্যে আমাদের চাকরি স্থায়ী করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের কাজের গতি তরান্বিত করবেন। স্মারকলিপিতে আরো বলা হয়, উপাচার্যের সুপরিকল্পিত পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ডে গতি এসেছে। তিনি দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথ সুগম হচ্ছে। আমরাও আশা করি এভাবে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App