×

জাতীয়

নয়াপল্টনে পুলিশের উপস্থিতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৭:৫০ পিএম

নয়াপল্টনে পুলিশের উপস্থিতি

বুধবার বিকেল থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার আহূত মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পুলিশের আনাগোনা শুরু হয়। ছবি: ভোরের কাগজ

নয়াপল্টনে পুলিশের উপস্থিতি
নয়াপল্টনে পুলিশের উপস্থিতি
নয়াপল্টনে পুলিশের উপস্থিতি

বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ অবস্থান নিয়েছে বলে খবর নিয়ে জানা গেছে। বিকেল থেকেই তাদের আনাগোনা শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নিয়ে অবস্থান করছেন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। জনদুর্ভোগ ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই পুলিশের এই কঠোর অবস্থান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা ছিলো বিএনপির নেতাকর্মীদের। তবে কোনও কারণবশত নেতাকর্মীরা এখানে ব্রিফ করবেন না বলে জানিয়েছেন ও রাত সাড়ে আটটায় গুলশান কার্যালয়ে আগামীকালের সমাবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

পুলিশের উপস্থিতির কিছু ছবি:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App