×

জাতীয়

হিরো আলম নিয়ে বিবৃতি, ১২ দেশ ও ইইউ প্রতিনিধিকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম

হিরো আলম নিয়ে বিবৃতি, ১২ দেশ ও ইইউ প্রতিনিধিকে তলব
হিরো আলম নিয়ে বিবৃতি, ১২ দেশ ও ইইউ প্রতিনিধিকে তলব
ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১২টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার তাদের তলব করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। ভোটের দিন হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন ওই বিবৃতি দিয়েছিল। গত বুধবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, হিরো আলমের ওপর হামলা নিয়ে টুইট করায় এর আগে জাতিসংঘের প্রতিনিধিকেও তলব করা হয়েছিল।   আরও পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App