×

জাতীয়

১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৪:৩৯ পিএম

১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলবে
রেল মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে। পদ্মা লিংক প্রকল্পের কাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের উন্নয়ন কাজ পরিদর্শন কালে চাষাড়া স্টেশনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। মন্ত্রী বলেন, ঢাকা- নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প নেয়া হয়েছিলো বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্ট্রাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। তিনি বলেন, চাষাড়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি কর্পোরেশনের অংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তাই এই অংশে রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে। তাই কাজ শুরু করতে সময় লেগেছে। নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-যশোর রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা এবং দোহাজারী থেকে কক্সবাজার লাইন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে মন্ত্রী নারায়ণগঞ্জ রেল স্টেশনের যাত্রীদের চলাচলের জন্য রাস্তা মেরামতের কাজ ও স্টেশন ও আশপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রীদের নির্বিগ্নে চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App