×

জাতীয়

সচিবসভা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৩:৫৫ পিএম

সচিবসভা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

ফাইল ছবি

সচিবদের নিয়ে হঠাৎ ডাকা বৈঠক বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি। সভায় আসন্ন নির্বাচনে প্রশাসনের প্রতি কোনো দিক নির্দেশনার বিষয়েও আলোচনা হয়নি। সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে সচিবদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রতি মাসে একবার সচিব সভা অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন দায়িত্ব নেয়ার প্রায় সাত মাস পর সোমবার প্রথম এই সভা অনুষ্ঠিত হলো। তবে মন্ত্রিপরিষদ সচিব এই বৈঠককে ‘সচিব কমিটি’র বৈঠক না বলে ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠক বলে উল্লেখ করেন। এর আগে প্রকাশিত খবরে বলা হয়, হঠাৎ করে সকল সচিবদের নিয়ে বৈঠক করছেন মন্ত্রিপরিষদ সচিব। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল মঙ্গলবার ছিল, ওই সময় আমার অন্য একটি কর্মসূচি আছে, সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি। এদিকে মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিতেই মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হঠাৎ এই সভা ডাকা হয়। এছাড়া নির্বাচনের আগে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নেয়ার বিষয়েও নির্দেশনা থাকবে এই বৈঠকে। যদিও বৈঠকে নির্বাচন সংক্রান্ত বা মাঠ প্রশাসনের জন্য কোনো নির্দেশনা ছিল না বলে জানান মাহাবুব হোসেন। তিনি বলেন, এটি সচিবদের নিয়ে নিয়মিত বৈঠক। বৈঠক শেষে মন্ত্রপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই ও অর্থায়নের ক্ষেত্রে সচিবদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সেইসঙ্গে বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ কোন খাতে যাচ্ছে; তা পর্যবেক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব বিষয় আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অনুমোদন করার বিষয় ছিলো– সেগুলো আমরা করেছি। সরকারি হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি। মাঠ প্রশাসন নির্বাচনের আগে কীভাবে কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, না, না। এ রকম কোনো বিষয়ই না। সরকারিকরণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পদ সৃষ্টির বিষয় ছিল।’ আলাদা করে সচিব সভা হয়েছে কিনা এ প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এজেন্ডাভুক্ত আলোচনা শেষ হওয়ায় কয়েকজন সচিব বের হয়ে যান। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভায় যেসব সচিব অংশ নেন, তাদের বাইরেও অন্য সচিরা এই সভায় ছিলেন। বিষয়টি জানিয়ে একজন সাংবাদিক মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। একই সময় অন্য একজন সাংবাদিক প্রশ্ন করায় এই প্রশ্নের জবাব দেননি তিনি। মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন আমরা যাতে ইন্টারন্যাশনাল যে এজেন্ডাগুলো তৈরি হয়েছে সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেয়, সে বিষয় নিয়ে কথা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা। কয়েকজন সচিব জানিয়েছেন সচিব সভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব বলেন, ‘কোনো সচিব এ কথা বলে থাকলে বিষয়টি তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App