×

জাতীয়

হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০১:৩৮ পিএম

হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান

ছবি: ভোরের কাগজ

হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান
হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান
হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘দ্য স্পন্দন লিমিটেড’ নামক হার্টের পেসমেকার ও ভাল্ব বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৩ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠান পিএম৩৫৬২ মডেলের পেসমেকার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৪,৮০,০০০ টাকা থাকলেও বর্ণিত প্রতিষ্ঠান তা ৫,৪৯,০০০ টাকায় বিক্রয় করছে।

এ প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী দল জানায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ট্রিফসেটা ভাল্ব, এপিয়ে ভাল্ব পাওয়া গেছে। এবং ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা সবজিপণ্য সংরক্ষণ করে রাখা হয়। প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় রশিদে কার্বন কপি ব্যবহার না করে ক্রেতার নিকট থেকে ইচ্ছেমত পণ্যের মূল্য নেয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযুক্ত প্রতিষ্ঠান ‘দ্য স্পন্দন লিমিটেড’- কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫১ ধারা লঙ্ঘনের অপরাধে ৬০,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম জনস্বার্থে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App