×

জাতীয়

‘ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম

‘ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল’
‘ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরির প্রকল্প হিসেবে সরকার পুলিশ ও স্থানীয় সরকার প্রশাসনে রদবদল শুরু করেছে। এ প্রকল্প ভাঙতে হলে দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ৩টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসে বিএনপি নেতারা। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন সবার প্রত্যাশা। অনির্বাচিত সরকারের কারণে দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে বিশ্বের সকল গণতন্ত্রকামী দেশ উদ্বিগ্ন। তিনি আরও বলেন, বিদেশিদের বার বার এদেশের নির্বাচন নিয়ে কথা বলার অর্থই হলো দেশে গণতন্ত্র নাই। বৈঠকে ব্রিটিশ পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App