×

জাতীয়

ঢাকেশ্বরীতে রামচন্দ্র দেবের শ্রীনাম দীক্ষা শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম

ঢাকেশ্বরীতে রামচন্দ্র দেবের শ্রীনাম দীক্ষা শুক্রবার

ঢাকেশ্বরী মন্দির। ফাইল ছবি

আগামী ২১ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রামের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শ্রী নাম দীক্ষা প্রদানসহ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সকাল আটটায় শুরু হওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ঠাকুর পূজা, বেদবানী পাঠ, হরিনাম সংকীর্তন; সকাল নয়টায় শ্রীনাম দীক্ষা প্রদান; সকাল ১১টায় ভোগ নিবেদন; দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর একটায় প্রসাদ আস্বাদন; সন্ধ্যায় প্রাদোষে সত্য নারায়ণ পূজা।

শ্রীনাম দীক্ষা প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যধামের সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। আগ্রহী দীক্ষা গ্রহীতাদেরকে সকাল আটটার মধ্যে ঢাকেশ্বরী মন্দিরস্থ দীক্ষা প্রদানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কৈবল্যধাম আশ্রম ঢাকার সম্পাদক শ্রী মৃনাল কান্তি ভট্টাচার্য। বিশেষ প্রয়োজনে সম্পাদকের সঙ্গে যোগাযোগ করুন ০১৭১৩০০৬৪১০ নম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App