×

জাতীয়

ভোটে অনিয়ম হচ্ছে না: ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৩:৪০ পিএম

ভোটে অনিয়ম হচ্ছে না: ইসি
ভোটে অনিয়ম হচ্ছে না: ইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি বেগম রাশেদা সুলতানা। ছবি-সংগৃহীত।

  • প্রার্থীর ভোট বর্জন কেন বুঝতে পারলাম না: ইসি রাশেদা
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও কোনো অনিয়ম, অভিযোগ ছাড়াই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এক প্রার্থীর ভোট বর্জনের ঘোষণায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, কেন এমন ঘোষণা এলো, তার কারণ বুঝতে পারছি না। সোমবার (১৭ জুলাই) দুপুরে ভোট চলাকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সকাল ৮টায় ভোট শুরু হলে বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান রাশেদা। তখনও সব এজেন্ট এসে পৌঁছাননি, ভোটারও কেবল আসতে শুরু করেছে। ভোটের পরিস্থিতি দেখে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, পরিবেশ ভালো। এজেন্টদের সঙ্গে কথা বলেছি। ভোটারদের বাধা দেয়া, প্রতিবন্ধকতা ছিল না। সিসি ক্যামেরায়ও ভোটের কোনো অনিয়ম দেখিনি। কোনো অভিযোগও কেউ দেয়নি। ভোটার উপস্থিতি কম থাকা নিয়ে তিনি বলেন, “আমার ব্যক্তিগত ধারণা, স্বল্প সময়ের মেয়াদ আছে সংসদের, এজন্য ভোটারদের আগ্রহ কম হতে পারে। আর অভিজাত এলাকায় অনেকে হয়ত এ ভোট নিয়ে অতটা আগ্রহী নাও হতে পারে। টিপটিপ বৃষ্টি হচ্ছিল সকালে, এজন্য হয়ত সকালে আসেননি অনেকে; বিকালে আরও বাড়তে পারে। দেখা যাক, কী হয়; কত শতাংশ ভোট পড়ে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে দুই ধরনের মত আছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষ থেকে ভোটের পরিবেশ ‘ভালো’ বলা হচ্ছে। [caption id="attachment_448330" align="aligncenter" width="700"] রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি বেগম রাশেদা সুলতানা। ছবি-সংগৃহীত।[/caption] তবে হিরো আলমের অভিযোগ, তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন গিয়ে একতারা প্রতীকের এই প্রার্থী বলেন, যখনই বলতেছে একতারার লোক, হিরো আলমের লোক, তখনই কিন্তু বের করে দিতেছে। এই রকম করে এজেন্ট বের করে দেওয়ার মানে হইল, তারা একতরফা তাদের এজেন্ট দিয়ে সিল মারার চেষ্টা করতেছে।” আবার দুপুর আসতে না আসতেই অনিয়ম ও নির্বাচন কমিশনের অসহযোগিতার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম ভুঞা। এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App