×

জাতীয়

হঠাৎ ভোটকেন্দ্রে ইসি আলমগীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:৫৮ পিএম

হঠাৎ ভোটকেন্দ্রে ইসি আলমগীর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ দেখতে হঠাৎ ভোটকেন্দ্র ভিজিটে যান নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ঢুকে পড়েন।

এসময় ভোটার কম থাকায় বিএএফ শাহীন কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টরা গল্পগুজবে মত্ত ছিলেন। এসময় হঠাৎ কেন্দ্রে প্রবেশ করেন-নির্বাচন কমিশনার মো. আলমগীর। তাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যান সবাই।

এরপর কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষ ঘুরে দেখেন তিনি। কোন প্রার্থীর এজেন্ট নেই, বা সবাই আছে কি না খোঁজ নেন। কোন কক্ষে কত ভোট পড়েছে সে বিষয়েও খোঁজ নেন।

তখন এক নারী ভোট কক্ষ থেকে বলা হয়, ‘এই কক্ষে এখনো ভোট পড়েনি। এখন পর্যন্ত ভোটার আসেনি। অন্য কক্ষেও ভোটার কমের বিষয়টি জানান-কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনার আলমগীর বিভিন্ন প্রার্থীর এজেন্টদের খোঁজ নেন। প্রদর্শিত আইডি কার্ড দেখেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও খোঁজ নেন।

ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এই কেন্দ্রে আসার আগে আরও অনেকগুলো কেন্দ্রে ঘুরে দেখেছি। এখানে সহ যতগুলো কেন্দ্রে গিয়েছি ভোটের পরিবেশ চমৎকার। সকালের কারণে কোনো কেন্দ্রে ভোট কম পড়ছে। কোনো কেন্দ্রে ভালো ভোটারও রয়েছে। সবমিলিয়ে একটি সুন্দর নির্বাচন।

পরিদর্শনের সময় কেন্দ্রে কোনো ভোটার না থাকায় কথা বলতে পারেননি তিনি। তবে কেন্দ্রে দায়িত্বে থাকা অন্যান্যদের সঙ্গে কথা বলে চলে যান এই নির্বাচন কমিশনার।

কেন্দ্রটিতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, ভোটার কম থাকায় সবাই খোশগল্পে মশগুল ছিলেন। এর মধ্যে পতাকাবাহী গাড়ি দেখে সবাই অ্যাটেনশন হয়। এ ধরনের ডিউটিতে যখন তখন যে কেউ উপস্থিত হতে পারে। আমরা চাইলেও ডিউটিতে ফাঁকি দেয়ার সুযোগ নাই।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অনিল চক্রবর্তী বলেন, কমিশনার স্যার হঠাৎ পরিদর্শনে এসেছেন। আসাটাই স্বাভাবিক। কারণ কেমন ভোট হচ্ছে কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি বিষয়ে জানতে ঊর্ধ্বতন স্যারদের যে কারো যেকোনো সময় আসাটা স্বাভাবিক।

জানা যায়, বিএএফ শাহীন কলেজ ভোট কেন্দ্রে ৩ হাজার ৩৯৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ২০০২ এবং নারী ভোটার ১৩৯২ জন। ভিআইপি এলাকা হওয়ায় দুপুরের পর ভোটার বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে অন্যতম তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ. আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App