×

জাতীয়

সরকারি হাসপাতালগুলোই মানছে না সরকারি নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:২০ এএম

সরকারি হাসপাতালগুলোই মানছে না সরকারি নির্দেশ

ডেঙ্গু। ফাইল ছবি

এক এক করে দেশের সব জেলায়ই মিলেছে ডেঙ্গু আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঢাকাতে বেশি। তবে সবাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। ডেঙ্গুর বাহক এডিস মশা নিধন কিংবা রোগীর ব্যবস্থাপনায় ঢাকায় কার্যক্রম থাকলেও ঢাকার বাইরে এই কার্যক্রম খুব একটা নেই। এমন কি সরকারি নির্দেশনা মানা হচ্ছে না খোদ সরকারি হাসপাতালে।

১৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু রোগীর রোগ নির্ণয়ের সুবিধার্থে সব সরকারি হাসপাতলে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও ডেঙ্গু কর্ণার চালুর করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। কিন্তু অনেক সরকারি হাসপাতালেই ডেঙ্গু কর্নার হয়নি। মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু পরীক্ষার জন্য গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের ৬ গুণ বেশি অর্থ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App