×

জাতীয়

নারীর ক্ষমতায়ন বাড়লে উন্নয়ন ত্বরান্বিত হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম

নারীর ক্ষমতায়ন বাড়লে উন্নয়ন ত্বরান্বিত হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি। ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেন, জাতির পিতার কন্যা ও বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কর্মক্ষম করার উদ্যোগ নিয়েছেন। নারীর কর্মক্ষমতা বাড়ানো ও নারীকে স্বাবলম্বী করতে  নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। নারীর ক্ষমতায়ন বাড়লে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

শনিবার (১৫ জুলাই) পাবনার বেড়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, এই ধরনের যুগান্তকারী মেলার আয়োজন আমার নির্বাচনী এলাকায় এই প্রথম। এটি পর্যায়ক্রমে সব অঞ্চলে বিস্তৃত হবে। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য নানাবিধ উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে প্রতিটি বাড়ি হবে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App