×

জাতীয়

রেবেকা মমিনের আসনটি শূন্য ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম

রেবেকা মমিনের আসনটি শূন্য ঘোষণা

সদ্য প্রয়াত নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন

সদ্য প্রয়াত নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ সংসদ সচিবালয়। শনিবার (১৫ জুলাই) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিক কে এম আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের নেত্রকোনা-৪ আসনটি ওই তারিখ থেকে শূন্য ঘোষনা করা হলো। প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য চিঠির একটি কপি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠান হয়েছে। তিনি গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন।

এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে। এ সময়ের মধ্যেই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত।

নেত্রকোণা-৪ আসনটির উপ-নির্বাচনে জয়ী হয়ে যিনি সংসদে আসবে তিনি ছয় মাসেরও কম সময় পাবেন। কেননা, আগামী ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App