×

জাতীয়

কাজ স্থগিত, রাজধানীতে বিদ্যুৎবিভ্রাট হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৪:১৭ পিএম

কাজ স্থগিত, রাজধানীতে বিদ্যুৎবিভ্রাট হবে না

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিড উন্নয়নকাজের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টায় বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতের কথা জানানো হয়েছে। এর আগে বেলা সোয়া ১১টায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্রিড লাইনের উন্নয়নকাজের জন্য ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিন রাজধানীতে বিদ্যুৎবিভ্রাট হবে। বিদ্যুৎ বিভাগের তথ্য কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ইতোপূর্বে জারি করা শিডিউল অনুযায়ী যা আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু করার কথা ছিল। ওই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কাজের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App