×

জাতীয়

সাংবাদিকদের নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৬:১২ পিএম

সাংবাদিকদের নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান

ছবি: ভোরের কাগজ

ভুল সংবাদ পরিবেশনে সংসদীয় কমিটির ক্ষোভ

কিছু পত্র পত্রিকায় মনগড়া, বানোয়াট ও ভুল সংবাদ পরিবেশন করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা বলেছেন, অনেক সময় ভুল, বানোয়াট, মনগড়া তথ্য প্রকাশ করা হচ্ছে, যার ফলে মন্ত্রণালয়ের, সরকারের বদনাম হচ্ছে। এসময় কমিটি সাংবাদিকদের কোন সংবাদ পরিবেশন করার সময় গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান জানান তারা।

বুধবার (১২ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের ৪০ তম বিসিএস এর অধীনে প্রথম শ্রেণীর সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপির সভাপতিত্বে কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, মো. মসিউর রহমান রাঙ্গা এবং মো. শাহে আলম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App