×

জাতীয়

বেনাপোলে মার্কিন ডলারসহ আটক দুই পাচারকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৮, ১১:১৯ এএম

বেনাপোলে মার্কিন ডলারসহ আটক দুই পাচারকারী
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক লাখ মার্কিন ডলারসহ দুই জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মুদ্রাপাচারকারীরা হচ্ছেন, মওলা বক্স (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের মাদক বিক্রেতা হিসেবে পরিচিত মুসা মল্লিকের ছেলে। আরেকজন আলমগীর হোসেন (৪০)। তিনি বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। জব্দকৃত ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা সমমানের। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মামুনার রশিদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল রঘুনাথপুর স্বরবাংহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে মাওলা বক্স ও আলমগীরকে আটক করে। তারা ভারত থেকে চোরাপথে বাংলাদেশে আসছিলেন। পরে ওই দুইজনের দেহ তল্লাশি করে এক লাখ মার্কিন ডলার পাওয়া যায়। আটক দুইজনের নামে বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দেয়া হয়েছে বলে জানান লে. কর্নেল আরিফুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App