×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসের আরো সহযোগিতা চান মোমেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:০৮ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসের আরো সহযোগিতা চান মোমেন

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) থেকে আরো সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নবনিযুক্ত আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান অ্যাগনেস ধুর সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে তার প্রমাণপত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারি চলাকালে আইসিআরসির ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিআরসি একটি বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে তিনি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App