×

জাতীয়

বিজিএমইএ'র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম

বিজিএমইএ'র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
পরিবেশ ও ধরনীকে বাঁচাতে বিজিএমইএ বৃক্ষরোপণ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছে। সোমবার (১০ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান। অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালনা বোর্ডের সদস্যগণ, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যানগণ এবং বিজিএমইএ’র সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল বলেন, গাছ আমাদের নানা উপকারে আসে। গাছ যেমন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন শোষণের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শুধু ঢাকা নয়, সারাদেশে বৃক্ষরোপণের জন্য সকলকে আহ্বান জানান। গাছ লাগানোর পাশাপাশি তিনি গাছকে পরিচর্যা করার জন্য সকলকে অনুরোধ করেন। বৃক্ষরোপন কর্মসূচীর মতো একটি সময়পুযোগী উদ্যোগ নেয়ার জন্য তিনি বিজিএমইএ-কে ধন্যবাদ জানান। বিজিএমই সভাপতি ফারুক হাসান বলেন, আমরা সকলেই জানি যে দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। তবে জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির হিসেবে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। তিনি আরো বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে বজিএিমইএ তাদরে সদস্যদরে নিয়মিত বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করা হবে। বিজিএমইএ দৃঢ়ভাবে বশ্বিাস করে যে, পরবিশে নিয়ে সবাই সচতেন হলইে একটি সুন্দর ভবষ্যিৎ গড়া সম্ভব। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও অন্যান্য বাণিজ্য সংগঠনের সদস্যগণ এবং সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে এই কর্মসূচি পালনের জন্য তিনি আহবান জানান। এ কর্মসূচির আওতায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় এ বছর পাঁচ লাখ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর সারা দেশব্যাপী আরও পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। আমরা বিশেষ বিশেষ দিনগুলোকে উপলক্ষ্য করে- যেমন নিজের জন্মদিনে, সন্তানের জন্মদিনে, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিনে, বিয়ে বার্ষিকীতে, বিখ্যাত ব্যক্তিদের নামে, পরিবারের প্রত্যেক সদস্যদের নামে গাছ লাগাতে পারি। বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে বিজিএমইএ থেকে বিনামূল্যে চারা সংগ্রহ করে তাদের প্রাঙ্গনে রোপণের জন্য অনুরোধ করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান বিজিএমইএ এর বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও আর্থিক অনুদান প্রদান করেছে। এদের মধ্যে রয়েছে-ইয়ংওয়ান, স্নোটেক্স গ্রুপ, টিম গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসজিএস বাংলাদেশ লিমিটেড, অট্টো ইন্টারন্যাশনাল (এইচকে) লিমিটেড, জুকি বাংলাদেশ লিমিটেড, এবং জেডএক্সওয়াই অ্যাপারেল বায়িং সলুশন লিমিটেড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App