×

জাতীয়

বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম

বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য পেছাল
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। সোমবার (১০ জুলাই) মামলটির সাক্ষ্যগ্রহণের দিন ছিল। তবে আদালতে কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি দুদক। তাই সময়ের আবেদন করেন দুদক। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট নতুন দিন ধার্য করেন। এরআগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, ২০১৯ সালের ১৩ মে আসলাম চৌধুরী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা সম্পদ অর্জনের তথ্য দুদকে দাখিলের জন্য নোটিশ দেন দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা। তখন আসলাম কারাবন্দি থাকায় কারাগারেও নোটিশ পাঠানো হয়। কিন্তু দুই দফায় সময় নিয়েও সম্পদের বিবরণী দুদকে দাখিল না করায় মামলাটি দায়ের করা হয়। এরপর ২০২২ সালের ২৯ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App