×

জাতীয়

শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম

শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে চার্লস হোয়াইটলির বৈঠক। ছবি: বাসস

শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (১০ জুলাই) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন হবে।

এসময় নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার সহযোগিতা করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App