×

জাতীয়

তারেক-সাফাদি কথোপকথনের ভিডিও ফাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:৪৪ এএম

তারেক-সাফাদি কথোপকথনের ভিডিও ফাঁস

ছবি: সংগৃহীত

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির এক নেতার কথোপকথনের নতুন একটি চাঞ্চল্যকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কথা বলতে দেখা গেছে মেন্দিকে। তার পেছনে দাঁড়ানো বিএনপির কৃষিবিষয়ক সহ সম্পাদক ও তারেক রহমানের ঘনিষ্ঠ কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও বিএনপিপন্থি সাংবাদিক মামুন স্ট্যালিন। এর আগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরও ইসরাইলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির এই সদস্যের সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে বোঝা যাচ্ছে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই ইসরাইলি গোয়েন্দার। আর এর পেছনে বড় কোনো উদ্দেশ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা মেন্দির সঙ্গে কাজ করছেন। তাদের কলকাঠি নাড়ছেন তারেক রহমান। গতকাল রবিবার সময় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, এই ভিডিওর সত্যতা নিয়ে আমি কিছু বলতে পারব না। এ নিয়ে বিএনপির দলীয় বক্তব্য থাকবে কিনা; জানতে চাইলে তিনি বলেন, দলীয় বক্তব্য যখন নেতারা দেবেন; তখন জানতে পারব। সময় সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাওয়া ভিডিওতে তারেক রহমানকে উদ্দেশ করে সাফাদিকে বলতে শোনা যায়, ‘শুভ সকাল তারেক রহমান। আমি মেন্দি। আপনার প্রতিনিধিদলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আমি কাজ করছি। যেসব তথ্য আমি চেয়েছি এবং যেগুলো পেয়েছি; সব বিষয়েই আমাদের আলোচনা হয়েছে। আমাদের মিশন সম্পর্কে কথা হয়েছে। তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস দিয়ে সাফাদি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার পেছনে যে টিম রয়েছে, তারা আমাদের মিশন সফল করার জন্য কাজ করছে। এ টিম বাংলাদেশের মানুষের মুক্ত জীবন ও গণতন্ত্র নিশ্চিত করবে। তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনারও আশ্বাস দিয়েছেন মেন্দি সাফাদি। তিনি বলেন, ‘আমি আশা করি, এ টিম আপনাকে বাংলাদেশের নেতা হিসেবেও প্রত্যাবর্তন করাবে। দেশে দণ্ডিত হয়ে লন্ডনে পলাতক তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করে সাফাদি বলেন, ‘ধন্যবাদ। আশা করি, আপনার সঙ্গে খুব শিগগিরই লন্ডনে দেখা হবে।’ এই ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) সমন্বয়ক তন্ময় আহমেদ বলেছেন, মেন্দি যখন তারেক রহমানের সঙ্গে কথা বলছিল, তখন সামনে দাঁড়িয়ে কেউ ভিডিও করেছে। তাদের চক্রের লোকজনই এই ভিডিও ফাঁস করেছেন। না হলে এটা কখনোই আমাদের পাওয়ার কথা না। ভিডিও পাওয়ার পর, সেটির সত্যতাও আমরা নিশ্চিত করেছি। মেন্দির সঙ্গে তারেক রহমানের যোগাযোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, তারা ইসরাইলি কানেকশনের মাধ্যমে পশ্চিমা দেশগুলো দিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চান। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলাতে চাচ্ছেন। তারা মূলত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। সরকারকে চাপে রাখতে তারা ইসরাইলি গোয়েন্দাদের ব্যবহার করছে জানিয়ে তন্ময় আহমেদ বলেন, তারেককে উদ্দেশ করে মেন্দি কথা বলছেন। এটি কোনো তুচ্ছ বিষয় না, অনেক বড় বিষয়। সেভাবেই গুরুত্ব দিয়ে দেখা উচিত। এদিকে সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টে তন্ময় বলেন, ‘ভিডিওতে মেন্দি খুব হাস্যোজ্জ্বল মুখে কোনো একজন বিগশটের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। পেছনে দাঁড়িয়ে আছেন বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির একজন নেতা। এখন তার বেশভূষা পরিবর্তন হয়েছে। তিনি বিশাল আকৃতির দাড়িও রেখেছেন এবং বিএনপির বিভিন্ন প্রোগ্রামে বক্তৃতাও দিয়ে থাকেন। তার নাম কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল-ফারুক। বিএনপির এই নেতাকে নিয়ে তথ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘চৌধুরী ফারুক কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সহসম্পাদক। বর্তমানে তিনি নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এছাড়াও তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনি। তারেকের হয়ে বিদেশি এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখেন। তন্ময় বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনে জড়িত থাকা চৌধুরী ফারুক পেশাজীবীদের সঙ্গে বিএনপির হয়ে সম্পর্ক রক্ষা করার দায়িত্বও পালন করেন। এটি তার আরেকটি বড় দায়িত্ব। এছাড়া সেমিনারে অংশ নেয়ার নামে বিদেশে ভ্রমণ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন তিনি। এভাবেই মেন্দি সাফাদির সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।’ ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘তার নাম মেন্দি সাফাদি না, তার আসল নাম মুনজের সাফাদি। তিনি গুলেন হায়েস্তের একজন সিরীয়। ওই জায়গাটা ১৯৬৭ সালে ইসরাইল দখল করে নেয়। মোসাদে যোগ দেয়ার কারণে মেন্দি সাফাদিকে তার বাবা-মা ও ভাই-বোনও তাকে ছেড়ে চলে যায়। কারণ তিনি নিজের পরিবারের সম্মানহানি করেছেন। এতে গুলেন হায়েস্ত ছেড়ে তেল-আবিবে চলে যেতে হয় তাকে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App