×

জাতীয়

পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৮:০৪ পিএম

পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ

ছবি: ভোরের কাগজ

পর্যটকদের জন্য সমগ্র পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ রবিবার (৯ জুলাই) কমিটির ৩৯তম বৈঠক কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। বৈঠকে বাংলাদেশ বিমান ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন বিল, ২০২৩ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের নেয়া উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বেজার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরু করার জন্য সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App