×

জাতীয়

বিস্ফোরক তথ্য দিলেন সাফাদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম

বিস্ফোরক তথ্য দিলেন সাফাদি

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন বলে সর্বত্র খবর ছড়িয়েছে।

এমন খবর বাংলাদেশি গণমাধ্যমে এলেও বরাবরই তা অস্বীকার করেছেন তিনি।

এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন নুরুল হক নুর।

তবে এবার মেন্দি এন সাফাদি সরাসরি একটি গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে দেন বিস্ফোরক তথ্য। বিশেষ সাক্ষাৎকারে সাফাদি জানান, গত ডিসেম্বরে দুবাইয়ে তিন ঘণ্টাব্যাপী নুরের সঙ্গে আলোচনা হয় তার। সাক্ষাতে জাতীয় নির্বাচনে জিততে আন্তর্জাতিক সমর্থনের জন্য নুর সাহায্য চান সাফাদির কাছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষকে সন্ত্রাসী আখ্যায়িত করে, ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিও দেন নুর।

নুরের সঙ্গে কোথায়, কতবার বৈঠক হয়েছে তার বিস্তারিত তুলে ধরে সাফাদি বলেন, গত ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত দুবাইয়ের সিটি সেন্টারের স্টারবাকস কফি শপে তিন ঘণ্টা ধরে নুরের সঙ্গে আমার বৈঠক হয়। নুর আমার কাছে নিজেকে বাংলাদেশের জনপ্রিয় নেতা হিসেবে উপস্থাপন করেন। আগামী জাতীয় নির্বাচনে জিততে আন্তর্জাতিক সমর্থনের জন্যও সাহায্য চান।

বৈঠকে কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে সাফাদি আরও বলেন, তিনি (নুর) নিজের বিষয়ে নানা কথা বলেছেন। নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, বাংলাদেশে তরুণদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি আগামী নির্বাচনে জয় পেতে পারেন। কিন্তু এ জন্য তার আরও সহায়তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ প্রয়োজন। ক্ষমতায় গেলে বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিও দেন নুর। তার মতে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের প্রচারণায় বিশ্বাস করে। সেখানে নুর ইসরাইলের কথা শুনতে আগ্রহী। সে কারণেই নুরের সঙ্গে কাজ করতে ইচ্ছুক হন তিনি।

বৈঠকে ইসরাইলের মানুষের প্রতি নুর সহানুভূতিশীল বলে তুলে ধরেন। এ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে তিনি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করেন বলে জানান ইসরাইলের সাবেক এই গোয়েন্দা।

তিনি বলেন, বৈঠকের পর আমরা আবার দেখা করতে সম্মত হয়েছিলাম। কিন্তু তিনি (নুর) যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি করেননি। তাই আমরা থেমে যাই। আমি বাংলাদেশের অনেক মানুষের সঙ্গেই দেখা করেছি। গত কয়েক বছরে আমি হাজার হাজার মানুষের সঙ্গে দেখা করেছি, তারা সবাই আমার সহযোগিতা চেয়েছে। আমার বন্ধু শিপন কুমার বসু আমাকে ফোন করে তার (নুর) সঙ্গে দেখা করতে বলেন।

তিনি আমাকে বলেছিলেন যে, নুর বাংলাদেশের একজন নতুন রাজনীতিবিদ এবং তার আদর্শও আমার কাছাকাছি। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাবেন, তরুণদের আশা দেবেন। শিপন কুমার বসু আমার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় আমি নুরের সঙ্গে দেখা করতে এবং তার কথা শুনতে রাজি হই। আমি তার দৃষ্টিভঙ্গি পছন্দ করেছিলাম। কারণ, তিনি ইসরাইলের সঙ্গে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কথা বলেছেন। নুর ইসরাইল ও বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার কথাও বলেছিলেন। কিন্তু আমাদের বৈঠকের পর মিডিয়ায় (বাংলাদেশের) যা ঘটেছিল এবং সেই পরিস্থিতিতে নুর যে ভূমিকা নিয়েছেন, এরপর আমি আর তাকে বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, আপনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং পরে সেই বৈঠক নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দেন, তাহলে আমি আর আপনার সঙ্গে দেখা করব না। তাই নুর চাইলেও আমি তার সঙ্গে আর দেখা করব না। কারণ, তিনি অবিশ্বস্ত। তিনি (নুর) যখন আমার সঙ্গে দেখা করেন, তিনি অনেক কিছু বলেছিলেন। তিনি যা বলেছিলেন তা থেকে আমি ভেবেছিলাম, তিনি এমন একজন নেতা হতে পারেন, যিনি বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। তার সঙ্গে দেখা করে আমি ভেবেছিলাম, এই যুবক ধাপে ধাপে অনেক দূর যেতে পারে এবং ভবিষ্যতে কিছু হতে পারে; যে আমাদের (বাংলাদেশ ও ইসরাইল) মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিতে পারে। কিন্তু মিডিয়ায় তার বক্তব্য শোনার পর আমি নিশ্চিত নই যে, তিনি শক্তিশালী মতাদর্শের কোনো নেতা হতে পারবেন কি না।

রাজনীতিবিদদের উদ্দেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থার এই এজেন্ট বলেন, আপনারা যদি ভালো রাজনীতিবিদ হতে চান, আপনার দেশ ও জনগণের কাছে মিথ্যা বলবেন না। আমি বাংলাদেশের জনগণকে ভালোবাসি এবং চাই তারা ইসরাইল ও বিশ্বের সঙ্গে শান্তিতে থাকুক।

ইসরাইলি কোনো নাগরিক ও মোসাদ এজেন্টের সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন নুরুল হক নুর।

সম্প্রতি এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় নুর বলেন, আমার সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠকের অভিযোগ যারা তুলছে, তারা পারলে একটি ভিডিও দেখাও। আমি স্পষ্ট বলেছি, মেন্দি এন সাফাদির সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি। সাফাদির সঙ্গে সরকারের নেতাকর্মীরা বৈঠক করেছেন। আমি দেশের বাইরে গেছি। আমার সঙ্গে অসংখ্য মানুষ ছবি তুলেছে। কে কোথা থেকে কোন ছবি তুলেছে, তা আমি জানি না। এখন তারা ছবি নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা এডিটেড ছবি বলে আমার মনে হয়েছে।

এ ছাড়াও গণমাধ্যমে মেন্দির সঙ্গে সাক্ষাতের খবরের বিষয়ে নুর বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। এই অভিযোগ ছয় মাস আগে করা হয়েছিল। তখনও কেউ প্রমাণ করতে পারেনি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলে ভাঙন ধরাতে, দলকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার ধারণা, কেউ টাকা-পয়সা দিয়ে লবিং-তদবির করে একটা মিথ্যা স্টেটমেন্ট দেয়াতে পারেন। আমি যতদূর জানি, তিনি (সাফাদি) নিজেও একটি লবিস্ট ফার্ম পরিচালনা করেন।

তবে সাফাদির সঙ্গে বৈঠকের খবর শেষ পর্যন্ত অস্বীকার করেন নুর।

সূত্র: সময় সংবাদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App