×

জাতীয়

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:২২ পিএম

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে
নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে

শনিবার ডি-কাব টকে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ছবি ভোরের কাগজ

আগামী নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন, দেশের নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হলে দেশের ভবিষ্যৎ খারাপ হবে। বর্তমানে এটা আমাদের ভয়।

শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডিকাব টকে এই ভয়ের কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করতে আগামী নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

‘কিছু স্বার্থান্বেষী মহল দেশের নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে’ - পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

আরো পড়ুন: চীনের লেজুড় নয় বাংলাদেশ

এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূরাজনীতির কারণে অনেকের নজর বাংলাদেশে। আমরা কাউকেই দেইনি। দিলেই অনেকের আনঅ্যানাউন্স স্টেশন হয়ে যাবে এখানে। এখন পর্যন্ত না দিয়ে আছি। দোয়া করবেন যাতে এগুলো থেকে উত্তরণ করতে পারি। ভারত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফরেন পলিসিতে ভারত আমাদের একনম্বর বন্ধু। এই সম্পর্কে গভীরতা থাকায় তাদেরও উন্নতি হচ্ছে আমাদেরও হচ্ছে। উন্নয়নের ফলে কয়েক লাখ বাঙালি বেড়াতে যান। তাদের কিছু লোক এখানে কাজ করতে আসছেন। তিনি আরও বলেন, অন‍্যান‍্য দেশের সঙ্গেও আমাদের সুসম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আমাদের সঙ্গে সুসম্পর্ক চান। এজন‍্য একের পর এক বাংলাদেশে লোক পাঠাচ্ছেন। চীনও আমাদের উন্নয়ন সহযোগী। সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হয়েছে। সম্পর্কে উন্নতি আসায় ব‍্যবসা-বাণিজ্য বেড়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন আমরাও চাই। সরকারও চায় ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। আমেরিকাতে আড়াইশ বছরের গণতন্ত্র। তারপরও দুর্বলতা আছে। সেখানকার লোকরাই বলে। এরপরেও তারা বাংলাদেশে আসছে। আসুক। তারা দেখবে বিশ্বের মডেল নির্বাচন হচ্ছে বাংলাদেশে। আমরা মিয়ানমার মার্কা নির্বাচন করতে চাই না, যারা আসতে চান তারা আসুন। আমাদের লুকানুর কিছুই নেই। তারা কেউ কেউ হয়তো নির্বাচন বানচাল করতে চান। এটি করলে দেশের অমঙ্গল আসবে। নির্বাচন প্রক্রিয়া যাতে কেউ ধ্বংস করতে না পারে সেটা নিয়ে ভয়। ভোট নিয়ে কোনো চাপ নেই। আমরা জিয়া সাহেবের হ‍্যাঁ, না ভোটে যেতে চাই না। আমরা আমাদের নিজেদের তাগিদেই স্বচ্ছ ও সুন্দর ভোট করব। নির্বাচন নিয়ে অনেকেই বড় বড় কথা বলছেন। তারা বলছেন, ইলেকশন করতে দেবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App