×

জাতীয়

ঈদ যাত্রায় সড়কে ঝরেছে ২৯২ প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম

ঈদ যাত্রায় সড়কে ঝরেছে ২৯২ প্রাণ
বিদায়ী ঈদুল আজহায় সারাদেশে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছে। এছাড়া ৫৪৪ জন আহত হয়েছে। অপরদিকে রেল, সড়ক ও নৌপথে সংঘটিত মোট ৩১২ টি দুর্ঘটনায় ৪৪০ জন নিহত ও ৫৬৯ জন আহত হয়েছে। শনিবার (৮ জুলাই) বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নির্ণায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২২ জুন থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৬ জুলাই পর্যন্ত ১৫ দিন পর্যবেক্ষণ শেষে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে বলেন, দ্রব্যমূলের উদ্যোগ গতি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া সহ নানান কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষের যাতায়াত কম হয়েছে। গত বছরের চেয়ে এবারের ঈদে তুলনামুলকভাবে দুর্ঘটনাও কম ঘটেছে। বর্তমান সরকারের ১৪ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তাছাড়া ঈদের ছুটি একদিন বাড়ানোর হলেও ঈদ যাত্রায় সুফল মিলেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির কারণে এবারের ঈদ যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে। সব রুটে ভোগান্তি কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ১৫ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ৩৩ দশমিক ১১ শতাংশ কমেছে। তবে সড়ক ব্যবস্থাপনা পরিকল্পনায় গলদের কারণে উত্তর অঞ্চলের পথে যানজটে ভোগান্তির পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য হলেও সংশ্লিষ্টরা দর্শকের ভূমিকা পালন করেছে। বিগত বেশ কয়েক বছর যাবত মোটরসাইকেল দুর্ঘটনার শীর্ষে অবস্থান করলেও এবারের পর্যবেক্ষণ দেখা গেছে ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান দুর্ঘটনার শীর্ষে রয়েছে। এবারের ঈদে ৮৮ টি ট্রাক, পিক আপ, কাবার্ট ভ্যান দুর্ঘটনায় ৯৩ জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছে। অপরদিকে ৯১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৪ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছে। দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ৪৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৯ দশমিক ২৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৯ দশমিক ৬০ শতাংশ ফিডার রোডে সংগঠিত হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীতে সংঘটিত হয়েছে ১ দশমিক ৮ শতাংশ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ মহসিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App