×

জাতীয়

গরম পানি ছুড়ে ঝলসে দেয়া হলো গৃহকর্মীর মুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৯:০০ এএম

গরম পানি ছুড়ে ঝলসে দেয়া হলো গৃহকর্মীর মুখ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় রিতা নামে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে গরম পানি দিয়ে মুখ ঝলসে দেয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটির চাচা মো. জালাল মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউরা উপজেলার গাগুটিয়াপার গ্রামে। শিশুটির বাবার নাম আলাল উদ্দিন এবং মা হাসিনা বেগম। তারা কুড়িল মৃধাবাড়ি মসজিদ সংলগ্ন একটি বস্তিতে থাকেন। ২-৩ মাস আগে রিতাকে বসুন্ধরা আবাসিক এলাকার ৯ নম্বর রোডের আই-ব্লক এর একটি বাসায় গৃহকর্মীর কাজে দেয়া হয়। একই এলাকায় রিতার মাও কাজ করেন। শুক্রবার বিকেলে ওই বাসার গৃহকর্ত্রী রিতার চাচিকে ফোনে বলেন, ওই বাসা থেকে রিতাকে নিয়ে আসতে। তবে পরবর্তীতে গৃহকর্ত্রী নিজেই রিতাকে তার মায়ের কাছে দিয়ে যান। তখন তারা দেখেন, রিতার মুখমন্ডল ঝলসানো। সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে ভাটারা থানায় যান। তবে চিকিৎসার জন্য সর্বপ্রথম তাকে হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। শিশুটির বরাত দিয়ে তার পরিবার অভিযোগ করে জানান, গৃহকর্তা রবিন, তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে। তবে গৃহকর্ত্রীর নাম বলতে পারেনি সে। সেই বাচ্চার দেখাশোনা করতো রিতা। সকালে সেই বাচ্চাটিকে নিয়ে বাসার ভেতর লুকোচুরি খেলছিল সে। বাচ্চাটিকে এক রুমে রেখে সে অন্য রুমে গিয়ে দরজা আটকিয়ে লুকিয়ে থাকে। এটি দৃষ্টিগোচর হয় গৃহকর্ত্রীর। ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে রিতাকে মারধর করেন তিনি। এক পর্যায়ে রান্নাঘর থেকে গরম পানি এনে রিতার মুখে ছুড়ে মারেন। এতে চিৎকার করে কান্নাকাটি করলেও তাকে বাসার ভিতরে আটকে রাখে। উপায় না দেখে বিকেলে পরিবারকে খবর দিয়ে গৃহকর্ত্রী রিতাকে দিয়ে যান ওই গৃহকর্ত্রী। শুক্রবার রাতে চিকিৎসার জন্য শিশুটিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা দিয়ে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতেই শিশুটিকে নিয়ে তার পরিবার থানায় এসেছেন। তার মুখমন্ডল বীভৎসভাবে ঝলসানো। শুক্রবার সকাল ১০টার পরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তারা একটি অভিযোগ দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়েরের পক্রিয়া চলছে। ঘটনার আদ্যোপান্ত জানার জন্য ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App