×

জাতীয়

এটা স্বাভাবিক সফর নতুন কিছুই নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৮:২৮ এএম

এটা স্বাভাবিক সফর নতুন কিছুই নেই
বাংলাদেশে আসন্ন মার্কিন প্রতিনিধি দলের সফরকে একদম স্বাভাবিক বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। এই সফরে নতুন কিছুই নেই। গতকাল রাতে ভোরের কাগজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হয়েছে। অনেকেই আসবেন। যারা আসবেন তাদের সবারই যে একই কারণ থাকবে- তা ভাবা ঠিক হবে না। যার যার কারণ আলাদা। তিনি বলেন, নির্বাচনের আগে আসার কারণে অনেকেই মনে করছেন বাংলাদেশের ভোট নিয়ে মার্কিন প্রতিনিধিদল আলোচনা করবে। সরকার পরিবর্তন হবে। এসব কিছুই অমূলক। মূলত তারা শ্রম অধিকার, মানবাধিকার, ব্যবসা, বিনিয়োগ থেকে শুরু করে বহু বিষয় আলাপ করবে। এর মধ্যে নির্বাচন নিয়ে কিছুটা আলাপ হতে পারে। এটা একেবারেই স্বাভাবিক বিষয়। প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রতিনিধিদলের এই সফরকে বাংলাদেশ কতটুকু পেশাদারিত্ব দিয়ে মোকাবিলা করবে সেটা বড় বিষয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারসংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবে। প্রতিনিধিদলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডির এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App