×

জাতীয়

বিচ্ছিন্নতাবাদীরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সংঘর্ষে জড়াচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম

বিচ্ছিন্নতাবাদীরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সংঘর্ষে জড়াচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঢুকে নেতৃত্ব নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে। বিছিন্নতাবাদীরা যাতে সীমান্তে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। শুক্রবার (৭জুলাই) বিকালে রাজধানীর নটরডেম কলেজে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান আরও বলেন, মিয়ানমারে আরাকান আর্মি ও কুকি-চিনসহ প্রায় ৩০টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সব সময় সংঘর্ষে লিপ্ত রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী সেখান থেকেই এসেছে। এর ফলে হয়তো রোহিঙ্গা ক্যাম্পে তাদের দু’চারজন অনুপ্রবেশ করেছে। তাদের মধ্যে এখানে কে নেতৃত্ব দেবে, সেটা নিয়েই সংঘর্ষ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের ঘটনাটি (রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত) আমাদের আরও বিস্তারিত জানতে হবে। তদন্ত প্রতিবেদন পেলে আমরা আরও বিস্তারিত জানতে পারব। রোহিঙ্গারা যদি বাংলাদেশে দীর্ঘস্থায়ী হয়, তাহলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি কেন্দ্রস্থলে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গারা যত তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত যাবে ততই আমাদের জন্য মঙ্গল। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাত পাঠানোর জন্য আমরা বিশ্ব ফোরামকে আহ্বান জানাই।   আরও পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App