×

জাতীয়

শেষ হলো বাজেট অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম

শেষ হলো বাজেট অধিবেশন
শেষ হলো ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১০টা ১১ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতার রওশন এরশাদ ভাষণ দেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করে শোনান। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয় গত ৩১ মে বিকালে ৫ টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তার প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন। ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করেন, যা পাশ হয় ২৬ জুন এবং কার্যকর হয় ১ জুলাই থেকে। স্পিকার অধিবেশন সম্পর্কে বলেন, এ অধিবেশনে বাজেটের ওপর ১৮৭ জন সংসদ সদস্য ৩২ ঘন্টা ৩ মিনিট আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে ১৪টি সরকারী বিল পাশ হয়েছে। মোট কার্য দিবস ছিল ২২দিন। অধিবেশনে ওডিট রিপোর্ট পেশ করা হয় ৪৭টি। ৩৩টি নোটিশ, প্রধানমন্ত্রীর জন্য ৯৭ টি প্রশ্ন , মন্ত্রীদের জন্য ১৮৮৯ টি প্রশ্ন আসে এ অধিবেশনে। এটি ছিল বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App