×

জাতীয়

সিগারেট-জুতার সূত্র ধরে কুমিল্লা থেকে খুনি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম

সিগারেট-জুতার সূত্র ধরে কুমিল্লা থেকে খুনি গ্রেপ্তার
সিগারেট-জুতার সূত্র ধরে কুমিল্লা থেকে খুনি গ্রেপ্তার
সিগারেট-জুতার সূত্র ধরে কুমিল্লা থেকে খুনি গ্রেপ্তার
রাজধানীর উত্তরখানে বৃদ্ধা হাজেরা খাতুন (৮০) হত্যার ঘটনায় আরব আলী (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেট ও জুতার সূত্র ধরে খুনিকে শনাক্ত করা সম্ভব হয় বলে জানায় পুলিশ। খুনের রহস্য উদঘাটনের ঘটনায় বৃহস্পতিবার ( ৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশের এ কর্মকর্তা বলেন, উত্তরখানের মাস্টারপাড়ার ওজাপাড়া ৮২/৩ নম্বর বাড়ির উত্তর পাশের একটি কক্ষে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এক বৃদ্ধা হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ। পরে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে নাজমুন নাহার বীনা ওইদিনই মধ্যরাতে বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। ডিসি আরো বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সিগারেটের অংশ বিশেষ, আসামির ব্যবহৃত জুতা ও ঘটনাস্থলের আশেপাশের সিটিটিভি ক্যামেরা পর্যালোচনা করে মো. আরব আলীকে শনাক্ত করা সম্ভব হয়। তখন থেকেই তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ জুলাই) কুমিল্লা জেলার বুড়িচং এলাকা থেকে আরব আলীকে গ্রেপ্তারে সমর্থ হই আমরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত হাজেরা একটি কক্ষে একা থাকলেও বাড়ির দক্ষিণ পাশের চারটি রুমে ভাড়া দিয়েছিলেন। কিছুদিন আগে ভাড়াটিয়া নাসিমা বেগম ও আরব আলী সঙ্গে বাসা ভাড়া সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে তার মনমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে ক্ষোভ থেকে বৃদ্ধ হাজেরাকে হত্যা করে আরব আলী। গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App