×

জাতীয়

থাইল্যান্ডে বিমসটেক সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৫:৩৭ পিএম

থাইল্যান্ডে বিমসটেক সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে বিমসটেক সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রসচিব বলেন, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকায় এসেছেন। তার সঙ্গে আমার বৈঠক হয়েছে। বিমসটেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল হবে ভারত। আর বাংলাদেশ হবে চেয়ারম্যান। সে কারণে আমরা বিমসটেককে শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, বিমসটেকের রোড ও রেলের বাইরে বিদ্যুতের গ্রিড কানেক্টিভিটি বাড়াতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করছি। বিমসটেক বাংলাদেশের ট্রেড বাড়ানোর ক্ষেতে সহযোগিতা করছে। আর ভারতের নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার লক্ষ্যে কাজ করছে। বিমসটেকের দেশগুলোর মধ্যে মানিলন্ডারিং, ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা বলেছেন, থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশনের (বিমসটেক) মন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ১৭ জুলাই। এ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সৌরভ কুমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সচিব পর্যায়ের বৈঠক শুরুর প্রায় ৪৫ মিনিট পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত রিনশেন কুয়েৎসিল। পরে ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিও পদ্মায় আসেন। শ্রীলঙ্কার দূতও আসেন। বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সৌরভ কুমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক কাজী রকিবুল হক। এসময় ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিমসটেকের সদর দপ্তর ঢাকায়। বর্তমানে জোটের মহাসচিবের দায়িত্ব পালন করছেন ভুটানের তেনজিন লেকফেল। তবে তিনি এখন ঢাকায় না থাকায় তার সঙ্গে সৌরভ কুমারের সাক্ষাৎ হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App