×

জাতীয়

ঢাকা সহ সারাদেশে কাঁচা মরিচের মূল্য তদারকিতে অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

ঢাকা সহ সারাদেশে কাঁচা মরিচের মূল্য তদারকিতে অভিযান
ঢাকা সহ সারাদেশে কাঁচা মরিচের মূল্য তদারকিতে অভিযান
ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে চলছে বাজার অভিযান। বুধবার (৫ জুলাই) তৃতীয় দিনের মতো ঢাকা সারাদেশে এই বাজার অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান কাঁচাবাজার, তেজকুনি পাড়া কাঁচা বাজার, যাত্রাবাড়ি কাঁচা বাজার, দয়াগঞ্জ কাঁচা বাজার, ধলপুর কাঁচা বাজার,ডেমরা কাঁচা বাজার, শনির আখড়া কাঁচা বাজার ও মতিঝিল এজিবি কলোনি কাঁচা বাজার এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। কাঁচা মরিচের মূল্যের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা সহ সারাদেশে কাঁচা মরিচের মূল্য তদারকিতে অভিযান
আজ সারাদেশে ৪০টি বাজার অভিযানে ৯৫টি প্রতিষ্ঠানকে ৩,৩৫,৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App