×

জাতীয়

শুধু অনিয়ম হওয়া কেন্দ্রের ভোট বাতিল করতে পারবে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম

শুধু অনিয়ম হওয়া কেন্দ্রের ভোট বাতিল করতে পারবে ইসি
গাইবান্ধার-৫ সংসদীয় আসনের মত আর নির্বাচন কমিশন পুরো সংসদীয় আসনের নির্বাচন বন্ধ করতে পারবে না, তার বদলে যে কটি কেন্দ্রে অনিয়ম প্রতিয়মান হবে সেসব কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা দিয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল-২০২৩’ পাস হলো জাতীয় সংসদে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় সংসদ অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিলটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- পুরো আসন নয় অনিয়ম হওয়া কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা থাকবে ইসির, দ্বিতীয়ত বিলটিতে ঋণ খেলাপীদের বিমেষ সুবিধা দেয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেবার আগের দিন পর্যন্ত তারা ঋণ পরিশোধ বা রিসিডিউল করে ঋণ খেলাপির তকমা মুক্ত হলে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে গণ্য হবেন। এছাড়া নির্বাচন কমিশনের কোন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হবার পরে আর বাতিল করার ক্ষমতা থাকছে না এ বিলে। এছাড়া আরো বেশ কিছু পরিবর্তন এনে বিলটি পাস করার জন্য মন্ত্রী আনিসুল হক উত্থাপন করলে ধ্বনী ভোটে তা পাস হয়ে যায়। এর আগে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, পীর ফজরুল রহমান, বেগম রওশন আরা মান্নান, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করীম বাবলু বিলটি পাশের তীব্র বিরোধীতা করেন। তারা বলেন বিলটি পাশের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ছাটাই করা হলো। নির্বাচন কমিশন সরকারের নতজানু একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তবে বিলটি পাশের বিষয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, জাতীয় সংসদের নির্বাচন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ করতে এ বিলটি আনা হয়েছে। এখানে প্রথম কথা বলা হয়েছে ৯১ এএএ নতুন এমেনমন্টে এ যা গণতন্ত্রের পরিপন্থী তা পরিবর্তন করা হয়েছে। যেমন: ঋন খেলাপীরা যাতে নির্বাচন করতে গলে আগেই টাকাটা দিয়ে দেয়, সেটা ৭ দিনে বদলে ১ দিন আগেই দিলে চলবে। এছাড়া মনোনয়ন পত্রের সঙ্গে আয়কর সনদ জমা, গণমাধ্যমকর্মীদের ও পর্যবেক্ষকদের নিরাপত্ত নিশ্চিত করা সহ কতিপয় বিষয়ে আরপিও সংশোধন করা হয়েছে। এছাড়া গেজেট হওয়ায় আগ পর্যন্ত কোন নির্বাচন নিয়ে কেউ অনিয়মের অভিযোগ থাকলে ইসি তা তদন্ত করে প্রয়োজনে গেজেট হওয়া বন্ধ করতে পারবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে সেখানে কিন্তু সব পক্ষই সন্তোষ প্রকাশ করে ভোটের ফলাফল মেনে নিয়েছে। সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইভিএমের বিষয়ে তিনি বলেন, ইভিএম কিন্তু বিরোধী দল পছন্দ করে না বলে কমিশন ইভিএমে ভোট করতে চায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App