×

জাতীয়

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০২:৩৬ পিএম

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি
নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি
নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি
নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১ জুলাই) ‍দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন। পুরো গোপালগঞ্জে বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।

সরকারপ্রধান আরও বলেন, কিছু মানুষ দেশের ভালো দেখতে পারেনা তারা চোখ থাকতে অন্ধ। যারা উন্নয়ন চায়না তাদের প্রতি চ্যালেঞ্জ, মানুষের ভাগ্য উন্নয়ন করবোই।

এসময় আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কোটালীপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন। এসময় দুটি গাছের চারা রোপণ করেন তিনি। পরবর্তীতে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। এসময় নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন তিনি।

আরো পড়ুন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী, দলের নবনির্মিত ভবন উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App