×

জাতীয়

রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৬:০১ পিএম

রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু
রাজধানী ঢাকায় কুরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটির প্রায় ২০ হাজার কর্মী। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ২টা থেকে এ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএনসিসি এলাকায় কোথাও কুরবানির বর্জ্য পড়ে থাকতে দেখলে নিয়ন্ত্রণ কক্ষের ১৬১০৬ ও ০২-৫৫০৫২০৮৪ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে। আর ডিএসসিসি কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে অবহিত করার অনুরোধ করেছে। দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য তারা প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এরমধ্যে ডিএসসিসি দুপুর ২টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি ৮ ঘণ্টায় কুরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীরা পলিব্যাগ ব্যবহার করে ট্রলি ও পিকআপে করে বর্জ্য নিয়ে যাচ্ছেন। অপসারণের পর ওইসব জায়গায় ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটিয়ে দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App