×

জাতীয়

ছুটির প্রথমদিনে ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৯:৫৭ পিএম

ছুটির প্রথমদিনে ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী

ছবি-ভোরের কাগজ

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম দিন চার মোবাইল অপারেটরের ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন। আর এসময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৭৮ হাজারের বেশি গ্রাহক। বুধবার (২৮ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুক পেইজে এ তথ্য জানান। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ২০২০ সালে কোভিড মহামারী শুরুর পর থেকে বিভিন্ন সময়ে মোবাইল সিম ব্যবহারকারীর তথ্য তার ফেসবুকে জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় কোরবানির ঈদকে সামনে রেখে ২৭ জুন চার অপারেটরের সিম ব্যবহারকারীদের ঢাকায় আসা-যাওয়ার তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার গ্রামীণফোনের ২,৩০,৮৮৬, রবির ৬,১০,৬৪১, বাংলালিংকের ৯,৫৫,৭৫৬, টেলিটকের ১,০৮,৩১০ গ্রাহক ঢাকা ছেড়েছেন। সব মিলিয়ে ১৯,০৫,৫৯৩ গ্রাহক ২৪ ঘণ্টায় ঢাকা ত্যাগ করেছে। পাশাপাশি ঢাকায় প্রবেশ করেছেন গ্রামীণফোনের ১,২৭,৫৯৬, রবির ১,২৩,৯৯৩, বাংলালিংকের ৪,৫৯,৫৩৬, ও টেলিটকের ৬৭,৪১৮ সিম ব্যবহারকারী। সবমিলিয়ে ৭,৭৮,৫৪৩ গ্রাহক ঢাকায় এসেছেন এ সময়ে। মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ২৬ জুন রাত ১২টা থেকে ২৭ জুন রাত ১২টা পর্যন্ত সময়ের হিসাবে এই তথ্য দেয়া হয়েছে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে অনেকেই আগেই ঢাকা ছেড়েছে। কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে ২৭ জুন। আমি এদিনের ২৪ ঘণ্টার সিমের তথ্য দিয়েছি- যে সংখ্যক সিম ঢাকায় প্রবেশ করেছে ও ঢাকার বাইরে গেছে। এখানে একই ব্যক্তির একাধিক সিম থাকতে পারে; এক ব্যক্তির সঙ্গে পরিবারের অনেকে, শিশু, থাকতে পারে। তথ্য দিয়ে মানুষের আসা-যাওয়ার সঠিক পরিসংখ্যান তুলে ধরা কঠিন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App