×

জাতীয়

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৮:৫৩ পিএম

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
আগামী নির্বাচনের আগে এটাই শেষ ঈদ। তাইতো বিএপির শীর্ষ নেতারা আসন্ন পবিত্র ঈদুল আজহা নিজ এলাকায় কর্মী ও জনসাধারনের সঙ্গে পালন করবেন। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের দেবেন আন্দোলনের কঠোর বার্তা। এরমধ্যেই অবশ্য অনেক নেতা এলাকায় ঘুরেও এসেছেন। কেউবা ঈদের পরেও যাওয়ার পরিকল্পনা করেছেন। আবার দুয়েকজন রয়েছেন বিদেশে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে জানান, ঈদের দিন সকাল ১১টা ৩০ মিনিটে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করবেন বিএনপির স্থায়ীকমিটি সদস্য ও সিনিয়র নেতারা। ঈদের রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় যাবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। শায়রুল কবীর জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সুদূর লন্ডনে পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে ঈদ করবেন। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারও লন্ডনে ঈদ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ঈদের নামাজ আদায় করে বাবা মায়ের করব জিয়ারত করবেন। ঈদের পরদিন ঢাকায় ফিরবেন। বিএনপির স্থায়ীকমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার পরিবার সহ সিঙ্গাপুর গেছেন। ঈদ সেখানেই সেখানেই করবেন তিনি। মির্জা আব্বাস ও গয়েশ্বর ঢাকায় ডক্টর আব্দুল মঈন খান গ্রামের বাড়ি ঈদ করবেন, এরপর ঢাকায় আসবেন। নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। আমির খসরু মাহমুদ দেশের বাইরে ঈদ করবেন। যতটুকু জানা গেছে লন্ডন হয়ে আমেরিকা গেছেন। সালাউদ্দিন আহমেদ ভারতে ঈদ করবেন। সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। ইকবাল হাসান মাহমুদ দেশের বাহিরে চিকিৎসাধীন রয়েছেন। চেয়ারপার্সনের একান্ত সচিব এ জি এম আব্দুস সাত্তার ঢাকায় ঈদ করবেন।বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও ও সদস্য সচিব শহিউদ্দিন চৌধুরী এ্যানি ঈদের সময় এলাকায় থাকবেন। মিডিয়া সেল অন্যান্য সদস্যগণ নিজ নিজ সুবিধা মতো ঈদের নামাজ আদায় করবেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঈদে নিজেদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নির্যাতিত নেতাকর্মীর খোঁজ নিতে গুরুত্বপূর্ণ নেতাদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়া দলকে আরো সংগঠিত ও গতিশীল করে চলমান আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে জনমত গঠনেও কাজ করতে যার যার নির্বাচনী এলাকায় যেতে বলা হয়েছে। নির্বাচনের আগে এক দফা আন্দোলনের কর্মসূচি সামনে রেখে এ নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগাম প্রতি হিসেবে বিএনপির অনেক মনোনয়ন প্রত্যাশীকে নিজের অবস্থান আরো পোক্ত করতে নেতাকর্মীর পাশে থাকার ওপর জোর দিয়েছেন। অনেক নেতা নির্বাচনী এলাকায় পশু কুরবানির ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App