×

জাতীয়

আদানির দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম

আদানির দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা শুরু
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনিটটি চালু হয়েছে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) ও আদানি পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে। সোমবার (২৬ জুন) মুম্বাই স্টক এক্সচেঞ্জের জন্য দেয়া এক বিবৃতিতে আদানি পাওয়ার জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ, ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্র এখন পূর্ণ ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে। এর আগে, গত ৭ এপ্রিল আদানির ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এই কেন্দ্র থেকে চাহিদা অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে ভারতীয় কোম্পানি আদানি। আগামী ২৫ বছর ধরে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট করে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App