×

জাতীয়

বাড়ি ফেরাদের যে পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০২:৩৬ পিএম

বাড়ি ফেরাদের যে পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতে যারা ঢাকা ছাড়বেন, তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সেই সঙ্গে ঈদের সময় ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, মহাসড়কে যাতে গরুর হাট না বসে, এ জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App