×

জাতীয়

৩০ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০২:১১ পিএম

৩০ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ফাইল ছবি

ফের ৩০ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার (২২ জুন) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

জানা যায়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মঙ্গলবার (২০ জুন) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে এক দশমিক ৫৩ বিলিয়ন ডলার এসেছে।

গত বছরের একই সময়ে এক দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিলো।২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে।

এ বিক্রয় সাধারণত সরকারি এলসির অর্থ প্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়েছে। মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) এক দশমিক এক বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে সরকার।

এরপর গত ৮ মে রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ১০ মে এটি আবার বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App