×

জাতীয়

গ্রেড সুরক্ষার দাবি ক্ষ‌তিগ্রস্ত সরকা‌রিকৃত ক‌লেজ শিক্ষক-কর্মচারীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৩:১৭ পিএম

গ্রেড সুরক্ষার দাবি ক্ষ‌তিগ্রস্ত সরকা‌রিকৃত ক‌লেজ শিক্ষক-কর্মচারীদের

ছবি: সংগৃহীত

গ্রেড সুরক্ষাসহ ৬ দফা দা‌বি জা‌নি‌য়ে‌ছেন ক্ষ‌তিগ্রস্ত সরকা‌রিকৃত ক‌লেজ শিক্ষক-কর্মচারীরা। এসময় আগামী ৩১ জুলাই এর মধ্যে গ্রেড সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হ‌লে কঠোর কর্মসূ‌চি গ্রহ‌ণের হু‌শিয়া‌রিও দেন সংগঠ‌নের নেতারা।

বুধবার (২১জুন) সকালে রাজধানীর ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টি‌র সাগর-রুনি মিলনায়তনে সরকা‌রিকৃত ক‌লেজ-শিক্ষক কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা ক‌মি‌টির উদ্যো‌গে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেলন এ দা‌বি জানায় বক্তারা।

সরকা‌রিকৃত ক‌লেজ-শিক্ষক কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা ক‌মি‌টির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্ত‌ব্যে ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কলেজ বিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩৫০টি কলেজ সরকারিকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানে সরকারিকরণের কাজ চূড়ান্ত করতে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারি আত্তীকরণ বিধিমালা, ২০১৮ জারি করা হয়। কিন্তু এ বিধি অনুযায়ী অধিকাংশ শিক্ষক-কর্মচারীদের পূর্বে প্রাপ্ত বেতন গ্রেড অবনতি করা হয়েছে। যা বেসরকারি আমলের বেতনের চেয়ে অনেক কম, বিষয়টি খুবই অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের সামিল।

তিনি আরো বলেন, সর্বশেষ শতাধিক কলেজে নিয়োগ প্রক্রিয়া শেষে ৭ম গ্রেড ধারী শিক্ষক ও কর্মচারীরা অবনমনকৃত গ্রেডে প্রায় ৭-১৫ হাজার টাকা কম বেতন ভাতাদি পাওয়ায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। এছাড়াও বেসরকারি আমলে আহরিত লাখ লাখ টাকাও ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি অবসরকালীন সময়ে শ্রেণিভেদে ৩০ থে‌কে ৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হবেন। এরই ম‌ধ্যে ৭ হাজার শিক্ষক কর্মচারী ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছেন।

এ সময় তিনি ৬ দফা দা‌বি জানান। দাবি গুলোর মধ্যে র‌য়ে‌ছে- আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর কালো ধারা, উপধারা সংশোধন করে বেসরকারি আমলে এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখা, জনপ্রশাসন মন্ত্রনালয়ের ৬ জুলাই ২০২২ সালের সভার সুপা‌রিশ বাস্তবায়ন করা, গ্রেড সুরক্ষার বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ করা, সপ্তম গ্রেডধারীদের প্রমোশন দিয়ে সহকারী অধ্যাপকের মর্যাদা দেয়া, আত্মীকরণ থে‌কে বেসরকারি আমলের সময়কাল সরকা‌রি হি‌সে‌বে নি‌য়ে পেনশন ও ছুটিসহ অন‌্যান‌্য সু‌বিধা দেয়া এবং জ্যেষ্ঠতার ভি‌ত্তি‌তে প‌দোন্ন‌তি দেয়া।

সংগঠনের সদস্য সচিব সাজেদুর রহমান লিটুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন, বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক মো. ফারুক ফকির, সদস্য সচিব হাবিবুর রহমান প্রিন্স, রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক এমকে হাসান কিরন, সদস্য সচিব শাহজালাল, খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক আশরাফ আলী ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া এন ইসলাম খোকন, ফারুক আহম্মেদ, আব্দুল হান্নান, জুলমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App