×

জাতীয়

বিএনপি ভুল করেছে, জয়ের ব্যাপারে আশাবাদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১০:০১ এএম

বিএনপি ভুল করেছে, জয়ের ব্যাপারে আশাবাদী

ছবি: ভোরের কাগজ

রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলে ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (২১ জুন) বেলা ৯টার দিকে দুই মেয়েকে নিয়ে ভোট দেন তিনি।

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হয়েছে। সেগুলো রিপ্লেস করা হচ্ছে বলে ইসি জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। কারন সামনে জাতীয় নির্বাচন। ভোটে অংশ নিলে, তারা নিজেদের অবস্থান সম্পর্কে ধারনা পেতো। তবুও তাদের দলের ও জামায়াতের কাউন্সিলর প্রার্থী রয়েছে প্রায় সব ওয়ার্ডে। ওই প্রার্থীরাই বিএনপির ভোটার নিয়ে আসবে কেন্দ্রে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব প্রার্থীরই আশা থাকে জয়ী হবে। আমিও এর ব্যতিক্রম নই। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, রাজশাহীতে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ৩ হাজার ৬১৪ জন কর্মকর্তা। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজসার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন রয়েছে এক হাজার ৭৩০টি।

ইসি কর্মকর্তারা জানান, রাজশাহী সিটি নির্বাচনে মোট ওয়ার্ড সংখ্যা ৩০টি। সংরক্ষিত নারী আসন ১০টি। মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন, নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন এবং নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন। ১৫২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের কক্ষ সংখ্যা এক হাজার ১৭৩। ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১২। সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন।

এদিকে, রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন চারজন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) মনোনীত প্রার্থী মুরশিদ আলম ভোটবর্জন করেছেন। নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপফুল)।

রাজশাহী সিটি নির্বাচনে সহিংসতা হওয়ার আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।  নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩০০ জন র‌্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। এছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তিন হাজার ৫১৪ জন পুলিশ, এক হাজার ৯৩৫ আনসার সদস্য। রয়েছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App