×

জাতীয়

সরকারি শূন্যপদ আছে ৩ লাখ ৫৫ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৫:৩৮ পিএম

সরকারি শূন্যপদ আছে ৩ লাখ ৫৫ হাজার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দেশে সব মন্ত্রণালয় বা অধিদপ্তর ও মাঠ প্রশাসন মিলে মোট শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে এমপি কাজিম উদ্দিন আহম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মোট অনুমোদিত পদের সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ৬০৬টি, পূরণ করা পদের সংখ্যা ১০ লাখ ৪৫ হাজার ৬৪০টি ও শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি।

তিনি আরো বলেন, কর্মচারীদের অবসর ও নতুন পদ সৃষ্টি হবার জন্য পদ শূন্য হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না বিদ্যমান পদ। এছাড়া, উদ্বৃত্ত কর্মচারী ব্যবস্থাপণার জন্য সরকার বিধি অনুযায়ী ১০ শতাংশ পদ সব সময় সংরক্ষণ করে থাকে। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App