×

জাতীয়

ই-অরেঞ্জ প্রতারণা গাড়ি ও টাকা জব্দের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:০৮ পিএম

ই-অরেঞ্জ প্রতারণা গাড়ি ও টাকা জব্দের নির্দেশ

ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের আড়াই কোটি টাকার এফডিআর ও প্রতিষ্ঠানটির ১০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ই-অরেঞ্জ থেকে ৭৭ কোটি টাকার পণ্য কিনে প্রতারণার শিকার ৫৪৭ জন গ্রাহকের করা রিট শুনানিতে আজ রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

এর আগে এই সংক্রান্ত রিটের প্রথমিক শুনানিতে ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহক প্রতারণা, টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। দুদক, বিএফআইইউ ও সিআইডকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App