×

জাতীয়

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৪:৪২ পিএম

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২১। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিস।

প্রয়াত হজ যাত্রীরা হলেন মো. রিদুয়ান (৬৪) তিনি মাতারবাড়ি পাড়া, বদরখালী, চকরিয়া কক্সবাজারের বাসিন্দা। তার পাসপোর্ট - এ০৪৬৯০৮৫৪। অপরজন আবদুল গফুর (৬১) তিনি আড়াই হাজার নারায়ণগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর - ইই০৬২৯৬০২।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৮ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী।

আজ শনিবার সকাল পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৯৯৪ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App