×

জাতীয়

৪২ বছরে মাত্র ৯১ কিলোমিটার রেল লাইন তৈরি হয়েছে: রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম

৪২ বছরে মাত্র ৯১ কিলোমিটার রেল লাইন তৈরি হয়েছে: রেলমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৪২ বছরে মাত্র ৯১ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৪ জুন) জাতীয় সংসদে এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশরেন সভাপতিত্ব করছিলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১৪ বছরে ৭৩৯.৯১ কিলোমিটার নতুন রেল লাইন নির্মান, ২৮০.২৮ কিলো মিটার মিটারগেজ রেল লাইনকে ডুয়েল গেজে রুপান্তর এবং ১৩০৭.৭৮ কি মি রেল লাইন পূনবাসন করা হয়েছে।

৪৩ টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানান রেলমন্ত্রী। এসময় তিনি রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App