×

জাতীয়

বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে অংশ নিলেন বাংলাদেশের আরিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম

বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে অংশ নিলেন বাংলাদেশের আরিফ

শিশু অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক মহলে আলোচিত বাংলাদেশের তরুণ আরিফ রহমান শিবলীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেল ৪টায় আয়োজনটিতে সঞ্চালনা করেন ‘অধ্যাপক বারবারা কনিগ’। এতে অংশ নিয়েছে অক্সফোর্ডের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ।

আরিফ এই প্রতিবেদককে বলেন, ভীষণ আনন্দ লাগছে। আয়োজনে অংশ নিতে পেরে আমি খুব খুশি। হয়তো! পড়ার সুযোগ হয়নি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিশু অধিকার নিয়ে কাজ করার এই আমন্ত্রণ আমাকে উৎসাহিত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের পতাকা বহনকারী হিসেবে আন্তর্জাতিক ১৭৪টি কনফারেন্সে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন এই তরুণ বাংলাদেশি আরিফ। পেয়েছেন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস, কানাডা সরকারের সম্মাননাসহ একাধিক পদক। পাশাপাশি জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পেয়েছে ২০২০ সালে এই তরুণের ছবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App