×

জাতীয়

সৌদিতে পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ হজযাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:২৮ পিএম

১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এ বছর পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৯ হাজার ৩৮৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত মক্কায় ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এর মধ্যে তিন নারীও রয়েছেন।

আজ বুধবার (১৪ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনে আরো বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ১৯ হাজার ৩৫৭ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন।

এরই মধ্যে ভিসা ইস্যু করা হয়েছে এক লাখ ১৫ হাজার চারটি হজযাত্রী।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। রাষ্ট্রয়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

এ বছর হজের প্রথম ফ্লাইট শুরু ২১ মে এবং হজে যাওয়ার শেষ ফ্লাইটটি ছেড়ে যাবে ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই।

উল্লেখ্য, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App