×

জাতীয়

ঈদ উপলক্ষে বন্ধ থাকছে মৈত্রী-বন্ধন এক্সপ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৭:২১ পিএম

ঈদ উপলক্ষে বন্ধ থাকছে মৈত্রী-বন্ধন এক্সপ্রেস
পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকছে। মঙ্গলবার (১৩ জুন) রেলের তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়েছে। রেল সূত্রে খবর, বাংলাদেশে ঈদের উৎসব উপলক্ষে এই ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, ১৩১০৯-১৩১১০ কলকাতা-ঢাকা ক্য়ান্টনমেন্টে-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭-১৩১০৮ ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস, ১৩১২৯-১৩১৩০ কলকাতা-খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৩ জুন, ২৫ জুন, ২৭ জুন, ৩০ জুন ও ২ জুলাই।কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকছে ২৪ জুন, ২৬ জুন, ২৮ জুন, ১ জুলাই ও ৩ জুলাই। কলকাতা- ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৩ জুন, ২৭ জুন ও ৩০ জুন। ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকছে ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই। কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ থাকছে ২৯ জুন। খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ থাকছে ২৯ জুন। রেলের তরফে জানানো হয়েছে, ওই দুই ট্রেন ফের কবে নিয়মিত চলবে তা জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। দুই দেশের মধ্যে কার্যত বিনিসুতোয় মালা গাঁথে এই ট্রেনগুলো। প্রচুর মানুষ এই ট্রেনে চেপে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। সেই ট্রেনই সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশের ঈদ উৎসবের জন্যই এই ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App