×

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৮, ১০:৩২ এএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০জন। সোমবার (৭ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে ধানবোঝাই ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)। আহতরা হলেন- রফিকুল ইসলাম (৩৮), আব্দুল রাজ্জাক (৩০), আনিচ সরদার, শহিদ (৫০), মাহমুদ (৫৫)। আহত বাকী ৫ জনের পরিচয় জানা যায়নি। হতাহতদের বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের উপর পড়ে ঘটনাস্থলেই মাইনুল ও ময়না নামে দুই শ্রমিক নিহত ও অপর ১১ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুল কাজী নামে আরো একজনের মৃত্যু ‍হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App